মজুরি বাড়লেও শ্রমিকের জীবনমানের উন্নতি হয় না

২৬ জানুয়ারি ২০২০
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হলেও ব্যয় বৃদ্ধির কারণে শ্রমিকদের জীবনমানের কোনো উন্নতি হয় না বলে মন্তব্য করেছেন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক। শনিবার দুপুরে সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, যে মুহূর্তে শ্রমিকের মজুরি বাড়ে, সঙ্গে সঙ্গে যানবাহনের খরচটাও বাড়ে। বাড়িওয়ালারাও তাদের কাছে বেশি ভাড়া দাবি করেন এবং দ্রব্যমূল্যের দামও বেড়ে যায়। ফলে শ্রমিকদের জীবনমানের কোনো উন্নতি হয় না। আগামী অর্থবছরে বাজেটে আমরা প্রস্তাব রাখব শ্রমিকদের জন্য অন্ততপক্ষে আবাসন, গৃহায়ন এবং খাদ্য- এই তিনটি জায়গায় সরকার যেন একটু বেশি মনোযোগী হয়। কারণ সরকারের একটা বড় সামাজিক খাত রয়েছে, এ বছর সেটায় ৭৪ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমরা আশা করি, আরও ২শ’ কোটি টাকা যদি আমাদের শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয় তাহলে শ্রমিকদের জন্য কিছুটা হলেও সাশ্রয় হবে। তিনি বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে আগামী ৯ মে প্রায় দশজন গার্মেন্ট শ্রমিক গ্যাজুয়েট করছেন যা একটি ইতিহাস তৈরি করবে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গার্মেন্ট শ্রমিকরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে গ্যাজুয়েশন করছেন, এটি আমাদের জন্য একটি বড় অহঙ্কারের বিষয়। এই মুহূর্তকে আমরা পোশাকশিল্পের একটি বড় অর্জন হিসেবে মনে করি। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করছেন। তবে শ্রমিকের মজুরি এবং দক্ষতার মধ্যে একটা ফারাক রয়েছে। জাতীয়ভাবে আমাদের দক্ষতার স্তর মাত্র ৪০ ভাগ। শ্রমিকদের আরও পারদর্শিক করার জন্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজন রয়েছে, এটির জন্য আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটির সঙ্গে কাজ করতে পারি। এর আগে ঢাকা সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের নামে আনিসুল হক ভবনের উদ্বোধন করেন ড. রুবানা হক। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং আনিসুল হকের বোন জেসমিন ওয়াফা। সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে ক্যারিয়ারের উন্নয়নের জন্য নিজের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। তরুণদের তাই ছাত্রাবস্থাতেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজের দক্ষতা তৈরি করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এসএম মাহবুব উল হক মজুমদার, অধ্যাপক ড. মোস্তফা, অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন, ড. তৌহিদ ভূঁইয়া, ড. শেখ মো. আলায়ার, সৈয়দ মিজানুর রহমান, ড. এবিএম কামাল পাশা, সরোয়ার হোসেন মোল্লা প্রমুখ।