পোশাক কারখানায় পরীক্ষামূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু

আগস্ট ০৬, ২০১৯

পাইলট প্রকল্পের আওতায় ঢাকার তিনটি পোশাক কারখানার ১৫০ জন শ্রমিককে পরীক্ষামূলকভাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাপনায় বোনাস পরিশোধ করা হয়েছে।

গত ২৭ জুন ডিজিটাল পেমেন্ট ওয়ালেটের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পোশাক শিল্পের শ্রমিকদের মজুরি প্রদানের লক্ষ্যে বিজিএমইএ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই অনুষ্ঠানে বিজিএমইএর পক্ষ থেকে ঈদুল আজহার আগে পাইলট প্রকল্পের আওতায় অন্তত কিছু কারখানার শ্রমিকদের ডিজিটাল পেমেন্টের মাধ্যমে বেতন-বোনাস পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতি দেয়া হয়।

বিজিএমইএর প্রতিশ্রুতি অনুযায়ী, গতকাল পাইলট প্রকল্পের আওতায় তিনটি পোশাক কারখানার ১৫০ জন শ্রমিককে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাপনার মাধ্যমে বোনাস পরিশোধ শুরু হয়েছে। শ্রমিকদের মোবাইল অ্যাপসের আওতায় অ্যাকাউন্ট তৈরি করে দেয়া হচ্ছে। পাশাপাশি তা ব্যবহারেরও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

অ্যাপসটির মাধ্যমে শ্রমিকরা মোবাইল ফোনে টাকা এলে তা বিকাশ, রকেট, নগদ অথবা তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন। অন্যদিকে নগদ আর্থিক লেনদেন করতে হচ্ছে না বলে কারখানা কর্তৃপক্ষের সুবিধা হচ্ছে। কারণ নগদ লেনদেনে কারখানা কর্তৃপক্ষকে ঝামেলা পোহাতে হয়। এছাড়া সময়ও সাশ্রয় হচ্ছে।