গত ৩ জুলাই’১৭ সোমবার সন্ধ্যা সোয়া ৭ টায় গাজীপুর জেলার কাশিমপুরের নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাবস পোশাক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় ১৩ জন শ্রমিক নিহত এবং ৪৭ জন আহত হয়। আহতদের মধ্যে পথচারী এবং অন্য গার্মেন্টসের শ্রমিকরাও রয়েছে। ঘটনার পর থেকে ৪ জুলাই’১৭ মঙ্গলবার রাত পর্যন্ত ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা বিধ্বস্ত কারখানার হতাহতদের খোঁজে ঘটনাস্থলে উদ্ধার কাজ করছিলেন। কারখানার ধ্বংসস্তূপ থেকে সকল নিখোজ শ্রমিকের লাশ উদ্ধার শেষে মঙ্গলবার রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়।
ঘটনার বিবরণঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকাস্থিত মাল্টিফ্যাবস লিমিটেড নামের পোশাক কারখানাটি ৪ জুলাই’১৭ মঙ্গলবার খোলার কথা ছিল। তবে ৩ জুলাই’১৭ সোমবার ডায়িং ইউনিটের বয়লার সেকশনটি চালু করা হয়। কারখানার চারতলা ভবনের নিচতলার ডায়িং ও ফিনিশিং সেকশনে এবং দ্বিতীয়তলার নিটিং সেশনে ৮০-৯০ জন শ্রমিক কাজ করছিল। এ ভবনসংলগ্ন একটি টিনশেডে ৭ টন ও ১০ টনের দুটি বয়লার ছিল। ঘটনার দিন সকালে এ বয়লার দুটি চালু করা হয়। সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ৭ টনের বয়লারটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে কারখানার একটি চারতলা ভবনের নিচতলা ও দ্বিতীয়তলার দুই পাশের দেয়াল, দরজা-জানালা ও মেশিনপত্র উড়ে যায় এবং দুমড়ে-মুচড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও ভেঙ্গে পড়া কাঠামোর নিচে চাপা পড়ে এবং বিস্ফোরিত বয়লারের টুকরোর আঘাতে অনেকে হতাহত হয়।