শনিবার থেকে উৎপাদনে ফিরছে সকল পোশাক কারখানা


প্রকাশের সময় : August 7, 2020, 6:23 pm
শরীফ শাওন : [২] বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা বলেন, কিছু কারখানা ৫ আগস্ট থেকে খোলা হয়েছে। তবে সার্বিকভাবে শনিবার থেকে সকল কারখানা উৎপাদনে ফিরছেন। সংগঠনগুলোর দাবি, সরকারি নির্দেশণামতে শ্রমিকদের ছুটি দিতে সদস্য কারখানাগুলোরক নোটিশ দেয়া হয়েছে। তবে নানা কারণে শ্রমিকদের বাড়তি ছুটি দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

[৩] বিকেএমইএ সহ সভাপতি হাতেম রেজা বলেন, জুলাই মাসে পর্যাপ্ত কাজ থাকায় শ্রমিকরা বন্ধের দিনেও (শুক্রবার) কাজ করেছেন। তাদের চাহিদা অনুযায়ী বাড়ানো হয়েছে ঈদের ছুটি। এছাড়াও কাজ কম থাকায় শ্রমিকদের আবেদনে ছুটি বাড়িয়েছেন অনেক কারখানা কর্তৃপক্ষ। তিনি বলেন, জুলাই মাসে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে। এই মাসে এর পরিমান থাকবে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার।

[৪] ম্যাট্রিক্স ড্রেস লিমিটেড কারখানার উদ্দ্যোক্তা ফয়সাল বলেন, অধিকাংশ শ্রমিকই নিজ গ্রামে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান। ঈদ ছাড়া এমন সুযোগ থাকে না। ফলে, ঈদের তিনদিন ছুটির সঙ্গে সমন্বয় করে ছুটি বাড়িয়ে নেন। অল্প সংখ্যক লোক দিয়ে কারখানা চালানো সম্ভব নয়। এছাড়াও শ্রমিক সন্তুষ্টি নিয়েই কারখানা পরিচালনা করতে হয়। সম্পাদনা : খালিদ আহমেদ