১৩ জানুয়ারি ২০২০
কর্মপরিবেশের নিরাপত্তা এবং শোভন কাজের বিষয়টি নিশ্চিত করতে আইন ও বিধি যথাযথভাবে অনুসরণের তাগিদ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব কে এম আলী আজম। কারখানা এবং অন্যান্য স্থাপনা পরিদর্শনে শ্রম আইন ও বিধিমালার সঙ্গে কোনো পরিস্থিতিতেই আপস না করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন শ্রম সচিব। গতকাল রোববার রাজধানীর শ্রম ভবনের সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। ডিআইএফইর সব পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তা বৈঠকে অংশ নেন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনকালে বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা, সমস্যা ও এসব সমস্যা থেকে উত্তরণের উপায় নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন কর্মকর্তারা।
শ্রম সচিব বলেন, দেশে এখন তরুণ জনগোষ্ঠীর হার ৪০ শতাংশেরও বেশি। তারুণ্যের এই শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে উন্নীত হবে সরকার নির্ধারিত সময়ের আগেই। তবে যুবশক্তি কাজে লাগানোর ক্ষেত্র হিসেবে নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে ডিআইএফইকে। কারখানা ও প্রতিষ্ঠানে শ্রম আইন ও শ্রম বিধিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে শিল্প উৎপাদন কোনোভাবে ব্যাহত না হয়। মনে রাখতে হবে, আর কোনো রানা প্লাজা কিংবা তাজরীন ফ্যাশনস কারখানার দুর্ঘটনার পুনরাবৃত্তির ধাক্কা সামলানোর ক্ষমতা নেই দেশের।
সভায় সভাপতিত্ব করেন ডিআইএফইর মহাপরিদর্শক শিবনাথ রায়। তিনি বলেন, নিরাপদ কর্মপরিবেশের নিশ্চয়তায় ডিআইএফইর সব পর্যায়ের পরিদর্শক ও কর্মকর্তাদের আরও দক্ষতা অর্জন করতে হবে। যাতে দায়িত্ব পালনে কোনো রকম দুর্বলতার সুযোগে কর্মপরিবেশে নিরাপত্তা ঝুঁকি থেকে যেতে পারে।