১৯ অক্টোবর, ২০১৯
ট্রেড ইউনিয়ন করা শ্রমিকের মৌলিক ও আইনগত অধিকার হওয়া সত্ত্বেও গার্মেন্টস খাতের শ্রমিকদের এ অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শ্রমিক নেতারা। ট্রেড ইউনিয়ন করতে যাওয়া শ্রমিকরা ভয়ভীতি, হুমকি এমনকি হামলারও শিকার হচ্ছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা এসব কথা বলেন। গাজীপুরের হাইডোক্সাইড নিটওয়্যার নামে একটি গার্মেন্টস কারখানার ট্রেড ইউনিয়ন ইস্যুতে সৃষ্ট জটিলতার প্রতিবাদে ঐ মানববন্ধনের আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এতে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আমিরুল হক আমিন।
মানববন্ধনে বলা হয়, আলোচ্য গার্মেন্টসে যথাযথ নিয়ম অনুসরণ করে গত ৭ অক্টোবর শ্রমিক ইউনিয়ন নামে নিবন্ধনের জন্য ঢাকা বিভাগের শ্রম পরিচালকের বরাবরে আবেদনপত্র দাখিল করা হয়। এটি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় শ্রম আইনকে তোয়াক্কা না করে ১৪ অক্টোবর কারখানাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৭ কর্মকর্তাসহ ৬৫ সদস্যকে গালমন্দ ও বহিরাগত সন্ত্রাসী দ্বারা মারধরের ভয়ভীতি দেখিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়। এ বিষয়ে গাজীপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ, শিল্পাঞ্চল পুলিশ ও শ্রম পরিচালককে লিখিত অভিযোগ দেওয়া হয়। শ্রমিক নেতাদের অভিযোগ, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রস্তাবিত ইউনিয়নের কার্যকরি কমিটিরসহ সদস্যদের প্রকৃতপক্ষে ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ড থেকে বিরত রাখার উদ্দেশ্যে এ কর্মকাণ্ড করছে। এটি বিদ্যমান শ্রম আইনের বিধান অনুযায়ী অসত্ শ্রম আচরণ। তারা হাইডোক্সাইল নিটওয়্যার গার্মেন্টসের চাকরিচ্যুত ৬৫ শ্রমিককে পুনর্বহাল করা এবং কারখানা মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মমতাজ উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক কামরুল হাসান, ফেডারেশনের নেতা সাফিয়া পারভীন, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, চাকরিচ্যুত শ্রমিক মো. মেহেদী হাসান ও ইব্রাহিম প্রমুখ।