যুগান্তর রিপোর্ট ১৯ অক্টোবর ২০১৯
তাজরিন ফ্যাশন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। সংগঠনের আহ্বায়ক বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মো. মোস্তফা, মো. শামীম, আঞ্জু আরা বেগম, রেহেনা বেগম, মো. আনিছ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তাজরিন ফ্যাশনের ১১৩ জন শ্রমিক নিহত হন। বহু শ্রমিক আহত হন। ওই সময় প্রধানমন্ত্রী, বিজিএমইএ, ব্যাংক, বীমা- সবাই বলেছিল সাহায্য-সহযোগিতা করবে। কিন্তু অদ্যাবধি কোনো সাহায্য-সহযোগিতা পাওয়া যায়নি। বক্তারা অভিযোগ করেন, ক্ষতিপূরণের টাকার জন্য আমরা বহুবার ধরনা ধরেছি। কেউ আমাদের কোনো ধরনের সাহায্য-সহযোগিতা করেনি। ইতিমধ্যে বহু শ্রমিক পঙ্গুত্ব বরণ করে আজ মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। তাদের সার্বিক সহযোগিতা করা খুবই প্রয়োজন। বাহারানে সুলতান বাহার বলেন, তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ড ছিল পরিকল্পিত। আজ সাত বছর অতিবাহিত হওয়ার পরেও মামলার চার্জশিটও দেয়া হয়নি। আমরা দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।