চুরির অভিযোগে গার্মেন্ট শ্রমিককে পিটিয়ে হত্যা

 

যুগান্তর রিপোর্ট ২৬ জুলাই ২০১৯, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

পোশাক চুরির অভিযোগে রাজধানীর পশ্চিম হাজীপাড়ায় এক গার্মেন্ট শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ‘ইজি গার্মেন্টসে’ শ্রমিক দেলোয়ার হোসেনকে (২৫) ব্যাপক মারধর করে কারখানার লোকজন। এতে দেলোয়ার অসুস্থ হয়ে পড়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে গার্মেন্ট শ্রমিকরা রামপুরায় আবুল হোটেলের সামনে একপাশ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তা থেকে শ্রমিকদের পুলিশ সরিয়ে দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান বলেন, বুধবার কারখানা ছুটি হওয়ার পরও দেলোয়ার বের না হয়ে লুকিয়ে ছিলেন। মাঝরাতে তিনি ছয়তলা থেকে কিছু গেঞ্জি জানালা দিয়ে বাইরে ফেললে একজন তা দেখে নিরাপত্তাকর্মীদের খবর দেন। এরপর দারোয়ান কারখানার ম্যানেজারকে খবর দেন। তিন-চারজন নিরাপত্তা কর্মী নিয়ে অফিস সহকারী ইয়াসিন ষষ্ঠতলায় গিয়ে দেলোয়ারকে খুঁজে বের করেন। উপ-কমিশনার আনিসুর রহমান বলেন, দেলোয়ারকে ধরার পর বেদম পিটুনি দেয়া হয়। রাতে গার্মেন্টের ভেতরেই তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেলোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

গার্মেন্ট শ্রমিকদের রাস্তা অবরোধের খবর পেয়ে বিকাল পৌঁনে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানালে পুলিশের সঙ্গে শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ লাঠিপেটা ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল ছোড়ে। এতে তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার সালমান হাসান ও হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদসহ বেশ কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম বলেন, আবুল হোটেল থেকে রামপুরা যাওয়ার পথ অবরোধ করে রাখেন শ্রমিকরা। কিছু যানবাহনও তারা ভাঙচুর করেন। এ ঘটনায় পোশাক কারখানার তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করার প্রস্তুতি চলছিল। ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার (রামপুরা) হুমায়ুন কবীর বলেন, শ্রমিকদের বিক্ষোভে রামপুরায় সড়কের দুই দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশে যানজটের সৃষ্টি হয়।