স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ১৫:৫১, ১০ অক্টোবর, ২০২০
ফতুল্লার ইসদাইরে দুই গ্রুপ কিশোর গ্যাংদের সংঘর্ষে নাঈম (২২) নামের এক গার্মেন্ট শ্রমিক মারা গেছে। আহত হয়েছে আরো ৩ জন। পুলিশ এ ঘটনায় ২ জনকে আটক করেছে। গত শুক্রবার রাতে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকাতে ওই ঘটনায় ঘটে।
নিহত নাঈম ওই এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। আহতদের একজন লিমন। সে নিহত নাঈমের বন্ধু।
১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময়ে লিমন জানান, তিনিসহ নাঈম একটি গার্মেন্টে কাজ করে। ওই গার্মেন্টে কাজ করে হৃদয় ও হাবিব নামের আরও দুইজন। গত শুক্রবার রাতে হৃদয়ের এক ভাতিজাকে মারধর করে নাঈম। পরে ৯টায় হৃদয় ও হাবিবসহ আরো কয়েকজন মিলে নাঈমদের বাড়িতে যায়। সেখানে গেলে নাঈম ও লিমন মিলে হৃদয় ও হাবিবকে মারধর করে। ঐ রাতেই লিমন ও নাঈমকে রাস্তায় পেলে তাদের মারধর ও ছুরিকাঘাত করে হৃদয় ও হাবিব সহ অন্যরা। এতে আহত নাঈম ও লিমনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান নাঈম।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই নূর মোহাম্মদ জানান, হৃদয় ও হাবিব নামের দুইজনকে আটক করা হয়েছে।